প্রশ্ন:- মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় চুল কাটতে পারবে কি ?

উত্তর :- মুহরিম ব্যক্তির জন্য ইহরাম অবস্থায় চুল কাটা নিষেধ।

যদি কেটে ফেলে তাহলে তাকে দম দিতে হবে।

 

সুরা বাকারা – ১৯৭; আল ফিকহুল হানাফী – ১/৪৭০; আল মুহিতুল বুরহানি – ৩/৪৩২; তাবয়িনুল হাকায়েক – ৭/৩৬১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *