প্রশ্ন:-মুহরিম ব্যক্তি এহরাম অবস্থায় যদি সাপ বিচ্ছু ইত্যাদি মেরে ফেলে তাহলে তার হজের কোন ক্ষতি হবে কিনা?

উত্তর:-মুহরিম ব্যক্তির জন্য কষ্টদায়ক প্রানী মারার অনুমতি আছে। সুতরাং প্রশ্নেবর্ণিত প্রাণিগুলো যেহেতু কষ্টদায়ক তাই মুহরিম ব্যক্তি এসব প্রাণী মারার দ্বারা তার হজ্বের কোন ক্ষতি হবে না। 

– ফাতওয়ায়ে শামী ৩/৬৮৯, আল বাহরুর রায়েক ৩/৫৮,ফাতওয়ায়ে কাযিখান ১/১৭৭,আপকে মাসায়েল আওর উনকা হল ৫/৪০১, কিফায়াতুল মুফতী ৬/৪৫৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *