প্রশ্ন:- মোজার উপর মাসাহর বিধান কি ?

উত্তর :- ইসলামী শরীয়তে মোজার উপর মাসাহ করা বৈধ। এ সম্পর্কে প্রায় ৮০ জন সাহাবা হতে হাদীস বর্ণিত রয়েছে। যাদের মধ্যে আশারায়ে মুবাশশারাগণও আছে। তাছাড়া এ ব্যাপারে ইমামদের ইজমাও সংঘটিত হয়েছে।

সহিহ মুসলিম – ১/১৩৪। ফাতহুল কাদীর – ১/১৪৬। আল হেদায়া – ১/৫৬। বাদায়েউস সানায়ে’ – ১/৩৩। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ – ১/২৭৪। ফাতাওয়ায়ে উসমানিয়া – ১/৩৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *