প্রশ্ন: যদি কুরবানীর পশুতে এক শরীকের নিয়ত আকিকা থাকে এবং বাকী শরীকদের ওয়াজীব কুরবানীর নিয়ত থাকে তাহলে, এক্ষেত্রে বাকী শরীকদের ওয়াজীবা কুরবানী আদায় হবে কিনা?

উত্তর: হ্যাঁ, প্রশ্নোক্ত সূরতে অন্য সকল শরীকের ওয়াজীব কুরবানী আদায় হবে। এক শরীকের আকিকার নিয়তের কারণে কোন অসুবিধা নেই।

-বাদায়েউস সানায়ে‘-৪/২০৯, রদ্দুল মুহতার-৬/৩২৬, আল হিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদ-৫/২১৪.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *