ফরজ নামাযের প্রথম দু রাকাতে সূরায়ে ফাতেহার সাথে সূরা মিলানো বা কেরাত পড়া ফরজ আর তৃতীয় ও চতুর্থ রাকাতে কেরাত পড়া অনুত্তম। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানোর জন্য বিসমিল্লাহ পড়া অনুত্তম হলেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে না। বাহরুর রায়েক ২/১৬৭, ফাতাওয়ায়ে তাতারখানিয়্যা ২/৩৯২, ইমদাদুল ফাতাওয়া ১/২০৩
Leave Your Comments