উত্তর:- ইসলামি শরীয়তের বিধান হলো, কুরবানি ঈদের নামাজের পরে করা জরুরী। যদি কেউ নামাযের পূর্বেই কুরবানি করে তাহলে তা সহীহ হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি ঈদের নামাযের পূর্বেই করায় তা সহিহ হয়নি। এক্ষেত্রে তাকে কুরবানির দিনগুলোতে পুনরায় কুরবানি দিতে হবে। আর কুরবানির ক্ষেত্রে পশুর অবস্থানস্থল ধর্তব্য, কুরবানি দাতার নয়।
সহিহ বুখারী – ২/৮২৪; ফাতাওয়া শামি – ৬/৩১৮; আল হিদায়া – ৪/৪৪৫; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৪৩৫; ফাতাওয়া হাক্কানিয়া- ৬/৪৮৯।
Leave Your Comments