প্রশ্ন: যদি কোনো ব্যক্তি রমাযানের কাযা রোযা রাখার পর ইচ্ছাকৃত ভেঙে ফেলে তাহলে কি তার উক্ত রোযার কাযা-কাফফারা উভয়টা করতে হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: রমাযানের রোযার কাযা একটি ফরয বিধান। উযর ব্যতীত ইচ্ছাকৃত ভেঙে ফেলা গুরুতর গুনাহের কাজ। তবে কাযা রোযা ভাঙার কারণে শুধু কাযা আদায় করতে হবে। কাফফারা আদায় করতে হবে না।

তাবয়ীনুল হাকায়েক- ১/৩১৩, আলবাহরুর রায়েক- ৩/১৭, রদ্দুল মুহতার- ২/৪০৪)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *