প্রশ্ন: যদি কোনো ব্যক্তি রোযা রেখে সফর আরম্ভ করেন, এমতাবস্থায় তিনি সফরে গিয়ে রোযা ভেঙে ফেলতে পারবেন কি?

উত্তর: রোযা রাখার পর সফর করলে রোযা ভাঙতে পারবে না। কেননা মুকীম অবস্থায় তার উপর রোযা ফরয় হয়ে গিয়েছে। এখন সফরের কারণে এ ফরয শিথিল হবে না। তবে রোযা ভেঙে ফেললে শুধু কাযা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না।

 

বাদায়েউস সানায়ে- ২/৯৪, মাবসূত সারাখসী- ৩/৬৭, আলমুহীতুল বুরহানী- ২/৩৯০)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *