প্রশ্ন:- যদি কোন গাভির স্তনের একটি দুধের বাট কাটা থাকে আর বাকি তিনটা ভালো তাকে। এমন গাভী দ্বারা কুরবানি সহিহ হবে কি ?

উত্তর :- কুরবানি সহিহ হওয়ার জন্য পশুটি দোষমুক্ত হওয়া শর্ত। আর পশুর কোন তাদের অধিকাংশ ভালো থাকলে সেটাকে দোষযুক্ত বলা যায় না।

পশু দ্বারা কুরবানি করা জায়েয আছে।

 

আদ দুররুল মুখতার – ৬/৩২৫; ফাতাওয়া তাতারখানিয়া – ১৭/৪৩০; এমদাদুল ফাতাওয়া – ৩/৫৬২; আহসানুল ফাতাওয়া – ৭/৪৮৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *