প্রশ্ন:- যদি কোন ধনি ব্যক্তি একা কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করে পরবর্তীতে অংশীদার শরীক করে তাহলে তার কুরবানির হুকুম কি?

উত্তর :- শরীয়তের বিধানুযায়ী গরু মহিষের মধ্যে সাত শরীকে কুরবানি করা যায়। তবে উত্তম হলো পশু ক্রয়ের পূর্বেই শরিক নিশ্চিত করা। অথবা পশু ক্রয়ের সময় শরীক করার নিয়ত করা। পশু ক্রয়ের পরে শরীক করা জায়েয হলেও তা অনুত্তম।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ধনি ব্যক্তির জন্য একাকি কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে তাতে অংশীদার শরীক করার পরও সুক্ষ্ম কিয়াসের ভিত্তিতে কোরবানি সহীহ হয়ে গেছে। তরে এরকম করা অনুত্তম, তথা মাকরূহ।

 

দুররুল মুখতার- ৬/৩১৭। আল হিদায়া- ২/৪৪৫। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৩৫১। মাজমাউল আনহার – ৪/১৬৯। কিফায়াতুল মুফতি – ১২/৯৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *