প্রশ্ন:- যদি কোন ধনী ব্যক্তির কুরবানির পশু ক্রয় করার পর আইয়ামে নাহারের ( কুরবানির দিনসমূহ) মধ্যে মিসকিন হয়ে যায় তাহলে তার জন্য কুরবানীর হুকুম কি?

উত্তর :-  শরীয়তের মুলনীতি হলো যে, কুরবানি ওয়াজিব হওয়া না হওয়ার বিষয়টার ধর্তব্য হলো, কুরবানি করার শেষ সময়ের অবস্থা। অর্থাৎ, কুরবানির দিনসমূহের শেষ দিনের সর্বশেষ অবস্থায় যদি সে ধনী হয় তবে তার উপর কোরবানি আবশ্যক। না হয় আবশ্যক নয়।

বিধায় প্রশ্নে বর্ণিত ধনী ব্যক্তি কুরবানির পশু কেনার পর কুরবানির দিনগুলোতে মিসকিন ( গরীব) হয়ে যায় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নয়।

 

রদ্দুল মুহতার – ৬/৩১৫। বাদায়েউস সানায়ে’ – ৬/২৭১। ফাতাওয়ায়ে তাতার খানিয়া – ১৭/৪০৯। জামেউল ফাতাওয়া – ৮/১৫০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *