উত্তর :- কুরবানির পশুকে এমন ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে যা সাধারণত পশুর সুস্থতার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। যেমন অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে হাটতেই না পারা। বা কোন অঙ্গ পরিপূর্ণ রূপে বা অধিকাংশ না থাকা।
সুতরাং উপরে বর্ণিত কোন ত্রুটি কোন পশুর মধ্যে পাওয়া গেলে তা দ্বারা কোরবানি করা জায়েয হবে না।
আল হিদায়া – ৪/৪৪৮; ফাতাওয়া তাতারখানিয়া – ১৭/৪২৬; ফাতাওয়া রহিমিয়া – ১০/৪৯।
Leave Your Comments