উত্তর:- ফরজ গোসল সহীহ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে। ১) কুলি করা ২) নাকের নরম স্থানে পানি পৌছনো ৩) পুরো শরীর একবার ধৌত করা।
সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে যেহেতু নদীতে নিক্ষিপ্ত ব্যক্তির মুখে ও নাকে পানি প্রবেশ করেনি তাই তার গোসল শুদ্ধ হবেনা।
রদ্দুল মুহতার ১/১৫১,বাদায়েয়ুস সানয়ে ১/১৩৬,ফাতওয়ায়ে তাতারখানিয়া ১/২৭৬,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৬৪,বেহেশতি জেওর ১/৫৬
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments