প্রশ্ন:-যদি কোন ব্যক্তির কাপড়ে মদ লেগে যায় আর সে তা পাক করার জন্য লবন ছিটিয়ে দেয় এবং অনেক সময় রাখে তাহলে ঐ কাপড় পাক হবে কিনা?

উত্তর-প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে কাপড় পাক হবেনা। বরং তা পাক করার জন্য ধৌত করতে হবে।

বাদায়েযুস সানায়েয় ১/৪৩৯, আল বিনায়াহ ১/৭১৯,মারাক্কিল ফালাহ ৬৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *