প্রশ্ন:-যদি কোন ব্যক্তি এ শর্তের উপর বিবাহ করে যে তোমাকে বরণ পোষণ দেয়া হবেনা। তাহলে তার হুকুম কি?

উত্তর-প্রশ্নেবর্ণিত ভরন-পোষন না দেয়ার শর্ত অগ্রহণযোগ্য । বিবাহ শুদ্ধ হয়ে যাবে এবং স্বামী তার স্ত্রীকে ভরন-পোষন দিতে বাধ্য থাকবে। 

-রদ্দুল মুহতার ২/৩১৬,৩৫৮০, আওযাজুল মাসালেক ৪/২৬৫

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *