প্রশ্ন:-যদি কোন ব্যক্তি কানে তেল বা অন্য কোন তরল ঔষধ প্রবেশ করায় তাহলে তার রোজা ভাঙ্গবে কিনা?

উত্তর:-চোখ ও কানে প্রদত্ব অষুধ অনেক সময় পেটের ভিতরে চলে যায়। তাই রোজাবস্থায় এসব ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করবে। একান্ত যদি ব্যবহার করতেই হয় তাহলে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে পেটে চলে গেল কিনা?

যদি চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। ক্বাজা ওয়াজিব হবে,কাফ্ফারা ওয়াজিব হবেনা। 

-ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৬৬,আদ্দুররুল মুখতার ২/৪০২,হিদায়া ১/২২০,ইমদাদুল ফাতওয়া ২/১৫৭,আপকে মাসায়েল আওর উনকা হল ৪/৫৮০

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *