প্রশ্ন:- যদি কোন ব্যক্তি চাকুরি করার জন্য সৌদি আরব যায় তাহলে তার উপর ওমরা ফরয কি না?

উত্তর :- গোটা সৌদি আরব হেরেমের বাহিরে নয়। আর ওমরার ইহরাম বেধে হেরেমের ভিতরে প্রবেশ করলে-ই ওমরা করা ওয়াজিব হয়।

তাই কেবল চাকুরির জন্য সৌদি গেলে তার উপর ওমরার আবশ্যকতা বর্তাবে না।

 

ফাতাওয়া তাতার খানিয়া – ৩/৫৫৩; ফাতাওয়া  হাক্কানিয়া- ৪/২৭৯; আপকে মাসয়েল আওর ‍উনকা হল- ৫/২৬৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *