প্রশ্ন:-যদি কোন ব্যক্তি তাঁর মাথার টাক ঢাকার জন্য ডাক্তারের পরামর্শে আলাদা চুল ব্যবহার করে বা স্থাপন করে তাহলে এর শরয়ী বিধান কী?

উত্তর:-প্রশ্নেবর্নিত ব্যক্তি মানুষের চুল ব্যবহার করতে পারবেনা। অন্য কোন প্রানীর চুল বা কৃত্রিম চুল ব্যবহার করতে পারবে।

-রদ্দুল মুহতার ৪/১০৫,বাহরুর রায়েক ৬/১৩৩,ফাতহুল ক্বাদীর ৫/৪২৬

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর

খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *