উত্তর:-পানি দ্বারা অযু করা সহীহ হওয়ার জন্য উক্ত পানি পবিত্র ও গুনাগুন ঠিক থাকার পাশাপাশি অন্যতম শর্ত হল,দুতিন ফোটা পানি টপকে পড়া। সুতরাং প্রশ্নেবর্নিত বরফ দ্বারা অযু করা অবস্থায় যদি অঙ্গ থেকে দুতিন ফোটা পানি টপকে পড়ে তাহলে অযু শুদ্ধ হবে,অন্যথায় শুদ্ধ হবেনা।
– আল ফুরক্বান ৪৮,আল আনফাল ১১,তিরমিযী শরীফ পৃ-২১,হাদিস নং-৬৬,বাদায়েয়ুস সানায়ে ১/১৪ ,আদ্দুররুল মুখতার ১/১৭৯,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫৩
Leave Your Comments