প্রশ্ন:- যদি কোন মহিলা মাহরামবিহীন ওমরা করে তার ‍উমরা আদায় হবে কি না?

উত্তর :- মহিলার জন্য হজ ওমরা ইত্যাদি সফরে মাহরাম সাথে থাকা জরুরী। একাকী সফর করা বৈধ নয়।

তাই মাহরাম ছাড়া কোন মহিলা ওমরা করার জন্য যেতে পারবে না। যদি যাই-ই তাহলে তার ওমরা মাকরূহের সাথে আদায় হবে।

 

সহিহ বুখারী – ১/৪৩৪; ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮২; আল মুহিতুল বুরহানি – ৩/২৯৪; আহসানুল ফাতাওয়া – ৪/৫২২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *