উত্তর: কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী হজ ওয়াজিব হওয়ার জন্য হজের নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হওয়া আবশ্যক। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি উক্ত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে সফর করার শক্তি না রাখে তাহলে তার জন্য স্ব-শরীরে উপস্থিত হয়ে হজ করা ফরজ নয় বরং বদলি হজ করানোর জন্য সুযোগ রয়েছে।
রদ্দুল মুহতার৩/৫২৩, আল ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ৩/৯৩, ফাতাওয়ায়ে ওসমানী২/২০৭
Leave Your Comments