প্রশ্ন: যদি দেশে সঠিক শরয়ী কাজী না থাকে তাহলে দেশের সাধারন বিচারক কারো উপর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে কি না?

উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী শরয়ী দন্ডবিধি কার্যকরের ক্ষমতা আদালতের। সুতরাং প্রশ্নের বর্ণিত সুরতে দেশের সাধারন বিচারকরা শরয়ী দন্ডবিধি ব্যতীত অন্য বিষয়ে শরয়ী আইন বাস্তবায়ন করতে পারবে।

মুলতাকিল আবহার ৩/২৪২, আল ফিকহুল ইসলামী ওয়াআদিল্লাতুহু ৬/৬৬০, কেফায়াতুল মুফতি ১১/৩৫৪

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *