ফরজ গোসল সহিহ হওযার জন্য কুলি করা, নাকে পানি দেয়া ও সমস্ত শরীর ভালভাবে ধৌত করা জরুরী।
সূতরাং প্রশ্ন বর্ণিত সূরতে ফরজ গোসলের দুই রুকন তথা কুলি ও নাকে পানি দেয়া পাওয়া যাওয়ায় পরবর্তীতে যুক্ত হওয়া হদস এতে কোন প্রকার প্রভাব ফেলবে না। বরং তিনি পবিত্র সাব্যস্ত হবেন। পূনরায় নাকে পানি দেওয়া ও কুলি করার প্রয়োজন নেই।
সূরা মায়েদা -৬; মুয়াত্তা মুহাম্মাদ পৃ. ৭১; হেদায়া ১/২৯; ফাতাওয়া মাহমুদিয়া ৫/৮৮।
Leave Your Comments