উত্তর:- ব্যথার কারণে অথবা অন্য কোন কারণে রক্ত, পুজ বা পানি বের হয়ে অজুতে বা গোসলে ধৌত করা ফরয এমন জায়গা পর্যন্ত পৌঁছলে অযু ভেঙ্গে যায়।
সুতরাং প্রশ্নেবর্ণিত অবস্থায় যেহেতু তার চোখ অথবা কান থেকে ব্যথার কারণে পানি বের হয়েছে, তাই অযু ভেঙ্গে যাবে।
-আদ্দুররুল মুখতার- ১/৩০৫, ফাতাওয়া তাতারখানিয়া- ১/২৪৪, আল মুহীতুল বুরহানী- ১/১৯৬.
Leave Your Comments