উত্তর: শরীয়তের নীতিমালা অনুযায়ী স্বর্ণ – রোপ্য, ব্যবসায়িক পণ্য ও বিশেষায়িত প্রাণী প্রয়োজন অতিরিক্ত হয়ে নেসাব পরিমান হলে বছরান্তে যাকাত প্রদান করা আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যাকাতভুক্ত সম্পদ নেসাব পরিমাণ হয়ে পূর্ণ একবছর অতিক্রান্ত হলে যাকাত দিতে হবে। অন্যথায় যাকাত দিতে হবে না।
বাদায়েউস সানায়ে ২-৪১৫, হাশিয়াতুত ত্বহাবী ৭১৩, নতুফু ফিল ফাতাওয়া ১০৯
Leave Your Comments