উত্তর:-যাদুবিদ্যা শিখা ও চর্চা করার হুকুম উদ্দেশ্য,শব্দ প্রয়োগ এবং বিশ্বাসের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হবে।
১) কারো শারিরীক ,মানসিক অথবা আর্থিক ক্ষতি সাধনের উদ্দেশ্য হয় তাহলে শিখা ও চর্চা করা হারাম।
২) কোন কুফরী শব্দপ্রয়োগ করে অথবা কুফরী বিশ্বাস নিয়ে শিখা-চর্চা করা হারাম।
৩) একান্ত মুসলমানদের উপকারার্থে কোন কুফরী শব্দ প্রয়োগ না করে শিকা ও চর্চা করা জায়েয।
৪) কোন কোন কুফরী শব্দপ্রয়োগ না করে অথবা কুফরী বিশ্বাস না রেখে একান্তই মানুষদের আনন্দদানের উদ্দেশ্যে ,হাতের কলা কৌশল বা কোন বৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে জুয়েল আইচ,যাদু শিখা ও চর্চা করা অবৈধ নয়,তবুও তা বর্জনীয়। কেননা এতে অবাস্তব অনেক জিনিসকে বাস্তবের মত করে দেখানো হয়। যার ফলে মানুষ বিভ্রাটের মধ্যে পড়ে।
রদ্দুল মুহতার (ফাতওয়ায়ে শামী) ১/৪৫,মায়ারেফুল কোরআন ১/২৭৯
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments