উত্তর: শরয়ী দৃষ্টিতে যেসকল অপরাধের শরীয়তের নির্ধারিত কোন শাস্তি নেই, সেক্ষেত্রে বিচারক কর্তৃক যেকোন শাস্তি দেয়া বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে অপরাধ অনুপাতে বিচারক যদি ভালো মনে করে তাহলে যাবজ্জীবন কারাদন্ড দিতে পারবে। তবে উল্লেখিত অপরাধের শাস্তি শরীয়াহ কর্তৃক নির্ধারিত না থাকতে হবে।
আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৫-৭১৯, বাহরুর রায়েক ৫-৬৮, রদ্দুল মুহতার ৬-৯৭, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৩-৩১০
Leave Your Comments