প্রশ্ন:- যারা নবী সা. কে মাটির তৈরী মনে করে না তাদের বিধান কি ?

 

উত্তর :- কোরান-সুন্নাহর বর্ণনা  মোতাবেক নবী সা. সত্ত্বাগতভাবে মাটির তৈরী।

তাই, নবী সা.কে সত্ত্বাগতভাবে মাটির তৈরী হওয়া- অস্বীকার করা প্রকারান্তরে কোরান-হাদিসের বর্ণনাকে অস্বীকার করা। আর পবিত্র কোরানের  কোন আয়াত বা বিধানকে অস্বীকার করলে সে ইমানহারা হয়ে যায়।

তবে কোন ব্যক্তি (নবীজির মাটির তৈরী হওয়া সংক্রান্ত আয়াত ও হাদিসগুলোকে) তাবিল বা ব্যাখ্যার মাধ্যমে নবীজির মাটির তৈরী হওয়াকে মানবে না সে কাফের না হলেও ভুল ব্যাখ্যা করার কারণে মারাত্মক গুণাহগার হবেন।

 

সুরা ফোরকান – ৭; মিকাতুল মাসাবীহ – ২/৫২০; কিফায়াতুল মুফতি – ১/৩৭৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *