প্রশ্ন: যুদ্ধের ময়দানে কাফেরদের ঘর বাড়ি ও উপাসনালয় ধ্বংস করা যাবে কি?

উত্তর: শরয়ী দৃষ্টিতে জিহাদ চলাকালে কাফেরদের মহিলা, শিশু, বৃদ্ধ ও পাগল ইত্যাদি এবং উপাসনালয়ে থাকাবস্থায় তার রক্ষণাবেক্ষণকারীসহ যেসমস্ত লোক যুদ্ধে কোন ধরণের সহযোগীতা করে না তাদেরকে হত্যা করার অনুমতি নেই। তবে স্থান, কাল, পাত্র-ভেদে মুসলিম সেনাপতি প্রয়োজন অনুভব করলে সেখানেও অভিযান চালাতে পারবে।

 

 

সুরা হজ্জ-  ৪০, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৩-৭২০, ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ ২৯১

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *