উত্তর :- ইসলামে হারাম কাজের চাকরি ও তার মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। তাই কোন মানুষ যদি ব্যাংকে সরাসরি সুদি কারবারে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকে। তাহলে সে চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ হারাম বলে গণ্য হবে।
এমন ব্যক্তির দেয়া কোরবানি বৈধ হবে না। এবং তার সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত কোন শরীকের কোরবানিই সহিহ হবে না।
আর যদি সুদের সাথে সরাসরি যুক্ত না হয়। যেমন সুদী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার । তাহলে তার ইনকাম বৈধ। এবং তার নিজের ও তার সাথে যুক্ত শরীকের কোরবানিও হালাল।
সহিহ বুখারী – ১/১৮৯; রদ্দুল মুহতার – ৬/৩২৬; আহসানুল ফাতাওয়া- ৭/৫০৩।
Leave Your Comments