প্রশ্ন:- যে সকল ডাক্তাররা পারিশ্রমিকের বিনিময়ে এ্যাবরশনের কাজ করে থাকেন, তাদের এই কাজের পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি না?

উত্তর:- শরীয়াতের মূলনীতি হলো যে সকল কাজ হারাম, ঐ সকল কাজের বিনিময় গ্রহণ করাও হারাম।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে ডাক্তার যেহেতু অপারেশনের মাধ্যমে পেটের বাচ্চা ফেলে দেওয়ার মত হারাম কাজে সাহায্য করছে বিধায় এধরণের কাজের পারিশ্রমিক নেওয়া জায়েয হবে না।

-রদ্দুল মুহতার-৫/৫১৯, আল হিদায়া-৩/৩০১,  আল ফিকহুল ইসলামী-৪/৭৪৪.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *