উত্তর:-রমযানের শেষ দশ দিনের ই’তেকাফ সুন্নাতে মুয়াক্কাদাহ। যা শুরু করার পর কোনো কারণে নষ্ট হয়ে গেলে কাযা করতে হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে রমযানের শেষ দশকের ই’তেকাফ শুরু করার পর যেই দিনের ই’তেকাফ ভঙ্গ হয়েছে শুধু সেই দিনেরটাই কাযা করা ওয়াজিব। কেননা, শেষ দশকের প্রতিটি দিনের ই’তিকাফ পৃথক পৃথক ইবাদত। তবে উত্তম হলো রমজানের পরে পুরো দশদিন রোযার সাথে ই’তেকাফ করা।
আদ দুররুল মুখতার ২/৪৪৫ । ফাতাওয়ায়ে তাতারখানিয়া, ৩/৪৪৭। ফাতাওয়ায়ে রহিমিয়া ৭/২৭৫। আহসানুল ফাতাওয়া, ৪/৫০১।
Leave Your Comments