উত্তর:- রোজাবস্থায় স্বাদযুক্ত জিনিস মুখে নেয়া নিষেধ। কেননা কোন কিছুর স্বাদ যদি গলা অতিক্রম করে পেটে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি পেষ্টের স্বাদ গলা অতিক্রম করে তাহলে রোজা ভেঙ্গে যাবে। অন্যথায় ভাঙ্গবেনা। তবে ফকিহগণ রোজাবস্থায় টুথপেষ্ট ব্যবহার করে দাঁ পরিষ্কার করাকে মাকরুহ বলেছেন এবং সতর্কতাবশত তা ব্যবহার করতে বারণ করেছেন।
ফাতওয়ায়ে ক্বাজিখান ১/১২৭,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৬২,আদ্দুররুল মুখতার ২/৪০০, ফাতওয়ায়ে হক্কানিয়া ৪/১৬৮,আপকে মাসায়েল আওর উনকা হল ৪/৫৮৬
উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments