উত্তর : ঢেকুরের সাথে টক জাতীয় পানি বের হওয়ার পর পুনরায় তা আপনা আপনি বা অনিচ্ছায় ঢুকে গেলে রোযা ভাঙবে না, তবে যদি মুখে জমা হওয়ার পর ইচ্ছাকৃতভাবে (রোযার কথা স্বরণ থাকা সত্ত্বেও) গিলে ফেলে তাহলে রোযা ভেঙে যাবে, এবং এই সূরতে পরবর্তীতে ঐ রোযার শুধু কাযা করতে হবে।
বাদায়েউস সানায়ে- ২/৯২, আলজাওহারাতুন নায়্যিরা- ১/১৩৯, ফাতাওয়া হিন্দিয়া- ১/২০৪।
Leave Your Comments