প্রশ্ন: রমাযান মাসে কোন শিশু বাচ্চা জন্ম গ্রহণ করে এবং তার আতœীয়-স্বজনদের থেকে বিভিন্ন কিছু উপহার পায়, যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এমতবস্থায় এবছর কি তার সদাকাতুল ফিতর আদায় করা লাগবে?

উত্তর: হ্যাঁ, প্রশ্নেবর্ণিত শিশু বাচ্চার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা লাগবে। সে যেসকল উপহার সামগ্রী পেয়েছে সেখান থেকে আদায় করবে  অথবা অভিভাবকের পক্ষ থেকে আদায় করে দিবে। যে কোন জায়গা থেকে আদায় করলে কোন অসুবিধা নেই।

-বাদায়েউস সানায়ে‘-২/১৯৯, আল বাহরুর রায়েক-২/৩৮৯, আদদুররুল মুখতার-৩/৩৬২.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *