উত্তর:- আমাদের সমাজের কিছু সরলমনা অবুঝ মুসলমান ইয়া নবী বলাকে আল্লাহর রাসূল সা. এর শানে দরূদ পাঠ করা মনে করে পড়ে তাদের জন্য এ আমল করা সঠিক নয়। কেননা রাসূল সা., থেকে বর্ণিত কোন হাদিস গ্রন্থে সালাত ও সালাম এ অধ্যায়ে এ ধরনের কোন দরূদের উল্লেখ নেই।
কেউ কেউ আবার আল্লাহর নবীকে হাজির নাজির তথা সর্বত্র বিরাজমান ও সর্বদ্রষ্টা জাতীয় আকিদা পোষণ করে নবীর শানে এ ধরণের মনগড়া দরূদের মাধ্যমে মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন। তাদের জন্য এমন আকিদা পোষণ ও এমন আকিদায় উক্ত দরূদের পাঠ দোনোটাই শিরক। কেননা, হাজির নাজির একমাত্র আল্লাহ। সুতরাং এধরনের কাজ না করা উচিত।
সুরা নূর – ৬৩; এমদাদুল ফাতাওয়া – ৫/৪০৫; কিফায়াতুল মুফতি – ১/২০২।
Leave Your Comments