উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী জুমা ও ঈদের খুতবা আরবীতে হওয়াটাই জরুরী, যা উম্মাহর ধারাবাহিক আমল দ্বারা প্রমাণিত।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে আরবী ভাষা জানা সত্ত্বেও মাতৃ ভাষায় খুতবা প্রদান মাকরূহে তাহরীমী হবে। হ্যাঁ তবে যদি কেউ পড়ে ফেলে তাহলে তার জুমার শর্ত পাওয়া যাওয়ার কারণে কারাহাতের সাথে জুমা সহিহ হয়ে যাবে।
আল মুহিতুল বুরহানী ২-৫০, ফাতাওয়ায়ে সিরাজিয়া ৫-১৯৮,
Leave Your Comments