প্রশ্ন: রাসূল (সা.) এর উপর দরুদ পড়াকালীন সময় এই কথার উপর বিশ্বাস করে দাড়িয়ে যায় যে, রাসূল সা. এখানে উপস্থিত হয়েছেন। এরকম আকিদা পোষন করা জায়েয আছে কি?

উত্তর: হাজির-নাজির আল্লাহ তাআলার গুন অর্থাৎ আল্লাহ তাআলা সব জায়গায় সব সময় বিদ্যমান এবং সব কিছু দেখেন এটা রাসূল সা. এর গুন নয়।

অতএব, প্রশ্নেবর্ণিত সূরতে রাসূল সা. এর উপর দরুদ পড়ার সময়  তিনি ঐ মজলিসে উপস্থিত হন এরকম বিশ্বাস করা শিরকী আকিদা বিধায় উক্ত আকিদা পোষন করা সম্পূর্ণভাবে নাজায়েয ও পরিত্যাজ্য।

-আল কুরআন-সূরা আলে ইমরান-৪৪, সূরা নামল-৬৫, ইবনে কাসীর-৬/২২০, মিশকাতুল মাসাবীহ-১/৮৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *