প্রশ্ন:- রোযা অবস্থায় অক্সিজেন গ্রহণ করা যাবে কি না?

উত্তর :- ডাক্তারদের মতে অক্সিজেন আর শ্বাস-প্রশ্বাসের  মাঝে কোন পার্থক্য নেই। আর নিশ্বাস নিলে যেহেতু রোযা ভাঙ্গে না। তাই অক্সিজেনের সাথে কোন ঔষধ না থাকলে শুধু অক্সিজেন গ্রহণ করার দ্বারাও রোযা ভাঙ্গবে না।

 

আল হিদায়া – ১/২১৮; ফাতাওয়া  উসমানি – ২/১৭৯; জাদীদ ফিকহি মাসায়েল – ১/১২৮।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *