উত্তর :- ডাক্তারদের মতে অক্সিজেন আর শ্বাস-প্রশ্বাসের মাঝে কোন পার্থক্য নেই। আর নিশ্বাস নিলে যেহেতু রোযা ভাঙ্গে না। তাই অক্সিজেনের সাথে কোন ঔষধ না থাকলে শুধু অক্সিজেন গ্রহণ করার দ্বারাও রোযা ভাঙ্গবে না।
আল হিদায়া – ১/২১৮; ফাতাওয়া উসমানি – ২/১৭৯; জাদীদ ফিকহি মাসায়েল – ১/১২৮।
Leave Your Comments