উত্তর: শরীয়তের মূলনীতি হলো, রোযা অবস্থায় পেট অথবা মস্তিস্কে কোন কিছু প্রবেশ করলে রোযা ভঙ্গ হয়ে যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু নাকে ও কানে ঔষধ ব্যবহার করলে পেট বা মস্তিস্কে পৌছে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রোযা ভঙ্গ হয়ে যাবে। তবে চোখের ক্ষেত্রে যেহেতু মস্তিস্কে বা পেটে পৌছার সম্ভাবনা না, তাই চোখে ঔষধ ব্যবহার করলে রোযা ভঙ্গ হবে না।
রদ্দুল মুহতার ৩-৪৩২, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১-২৬৬, মাসায়েলে রাফআত কাসেমী ৪-৫১, মুলতাকিল আবহার আলা মাজমায়িল আনহার ১-৩৫৬
Leave Your Comments