উত্তর :- যৌথ মালিকানাধিন জমিন চাষাবাদের ক্ষেত্রে মূলনীতি হলো প্রত্যেকেই কেবল তার অংশের জমিতেই চাষ করবে। অন্যের অংশে নয়। তবে হ্যা, যদি সে তাকে অনুমতি দেয় তাহলে অপরের অংশেও চাষাবাদ করা যাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে অনুপস্থিত শরীকের অনুমতি সাপেক্ষে উভয়ের অংশে চাষাবাদ করাতে কোন অসুবিধা নাই।
আল বাহরুর রায়েক- ৫/২৮১। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ২/৩৪০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/৩২৬। ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৪/১৮৯।
Leave Your Comments