প্রশ্ন : শরীয়াতের দৃষ্টিতে কুকুর লালন-পালন করার বিধান কী? দলীল প্রমাণসহ জানালে ভালো হয়।

প্রশ্ন : শরীয়াতের দৃষ্টিতে কুকুর লালন-পালন করার বিধান কী? দলীল প্রমাণসহ জানালে ভালো হয়।

উত্তর : বিশেষ প্রয়োজন ব্যতীত কুকুর পালন করা শরীয়াত অনুমোদিত নয়। হাদীসে কুকুর পালনে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। এক হাদীসে বর্ণিত হয়েছে, যে ঘরে কুকুর থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। (সহীহ বুখারী, হাদীস-৩২২৫)। তবে হ্যাঁ, শরীয়াত কর্তৃক নির্ধারিত প্রয়োজনে কুকুর প্রতিপালনের অনুমতি আছে। প্রয়োজন ব্যতীত নিছক শখের বসে কুকুর পালন করলে হাদীসে সাওয়াব কমে যাওয়ার কথা বর্ণিত হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি শিকারী কুকুর এবং পশু রক্ষাকারী কুকুর ছাড়া অন্য কোনো কুকুর পোষে, সে ব্যক্তির সাওয়াব থেকে প্রতিদিন দুই কীরাত পরিমাণ কমে যায়।

(সহীহ বুখারী, হাদীস, ৫৪৮১)। এ হাদীসের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বিনা প্রয়োজনে কুকুর পালন করাকে মাকরূহ তাহরীমী বলেছেন। (আলমুহীতুল বুরহানী- ৬/১২৮, ফাতাওয়া তাতারখানীয়া- ১৮/২২৩, ফাতাওয়া হিন্দিয়া- ৫/৪১৭)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *