প্রশ্ন: শরয়ী দণ্ডবিধির ব্যাপারে ইসলামি দৃষ্টিভঙ্গি কি? কে বাস্তবায়ন করবে? বিচারক না মুফতি?

উত্তর: হদ বা দণ্ডের ক্ষেত্রে  ইসলামের  দৃষ্টিভঙ্গি হলো, প্রাজ্ঞ মুফতি হিসেবে তার দায়িত্ব  হলো,  ফতোয়া প্রদানের মাধ্যমে  বাদী-বিবাদি, জনগণ, রাষ্ট্র ও বিচারক সকলকে তৎসংশ্লিষ্ট বিষয়ে  শরীয়তের ফায়সালা জানিয়ে দেয়া। এবং তা মানার প্রতি উদ্বুদ্ধ করা। আর একজন দায়িত্বশীল বিচারক হিসেবে তার দায়িত্ব হলো, ইসলামের ইনসাফপূর্ণ হদ তথা দণ্ডবিধি মোতাবেক ফায়সালা দিয়ে দেশ জাতি ও সমাজকে জুলুম নির্যাতন হতে রক্ষা করা। আর প্রশাসনের দায়িত্ব হলো বিচারক কর্তৃক ঘোষিত রায়কে বাস্তবায়ন করা। এবং এক্ষেত্রে জাতী, ধর্ম ও বর্ণ হিসেবে কারো প্রতি শৌথিল্যতা বা বাড়াবাড়ি  না করা। 

 

-ফাতাওয়ায়ে কাজী খান ৩-৩৪৯, আলইখতিয়ার লিতালিলিল মুখতার ২-৩৭১, আহসানুল ফাতাওয়া ৮-৫৫০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *