উত্তর: কুরআন হাদীসের বর্ণনা অনুযায়ী অদৃশ্য ও ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তায়ালাই জানেন, এ ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করা, বলা ও বিশ্বাস করা হারাম ও ঈমান বহির্ভূত কাজ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে রাশিফল গণনা ও তাতে বিশ্বাস করা হারাম ও ঈমান বহির্ভুত কাজ। এবং তা পত্রিকা ইত্যাদিতে প্রচার-প্রসার করাও অনুরূপ গুনাহের কাজ। এবং বেঈমান হয়ে যাওয়ারও আশংকা রয়েছে।
নামল- ৬৫, সুনানে আবু দাউদ ২-৫৪৫, রদ্দুল মুহতার ৬-৩৭১, নিজামুল ফাতাওয়া ১-৮১।
Leave Your Comments