জন্য রাখা টাকারও যাকাত দিতে হবে কি না?
উত্তর: টাকা পয়সা চাই প্রয়োজনের জন্য রাখা হোক বা প্রয়োজন ছাড়া রাখা হোক, নেসাব পরিমাণ হয়ে বছর পুর্ণ হলে যাকাত দিতে হবে। টাকা পয়সা স্বর্ণ-রূপার হুকুমে। স্বর্ণ-রূপায় যেমন প্রয়োজন অপ্রয়োজন ধর্তব্য নয়, টাকা পয়সার ক্ষেত্রেও প্রয়োজন অপ্রয়োজন তেমনি ধর্তব্য নয়।
বাদায়েউস সানায়ে- ২/১৭, তাবয়ীনুল হাকায়েক- ১/২১৮, আল বাহরুর রায়েক- ২/২২২, রদ্দুল মুহতার- ২/২৬২)।
Leave Your Comments