উত্তর:- শুফার অধিকার নিছক হক মাত্র। আর এধরনের হকের বিনিময়ে কোন কিছু গ্রহণ করার সুযোগ নাই।
বিধায়, বিনিময় গ্রহণ করে শুফার অধিকার ছেড়ে দেয়া হারাম। এবং এধরনের বিনিময় ফেরত দেয়া ওয়াজিব।
আল হিদায়া – ৪/৪০৬। আদ দুররুল মুখতার- ৬/২৪১। বাদায়েউস সানায়ে’ ৬/১৪৪। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৫/২১৫। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/২৮৬।
Leave Your Comments