উত্তর: শরয়ী দৃষ্টিতে উত্তরাধিকারীগণ মৃত ব্যক্তির শুধু মালিকানা বস্তুর দাবী করতে পারবে, তার কোন অধিকারের দাবী করতে পারবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে শফী যদি শুফআর ফায়সালার পূর্বেই মারা যায় তাহলে শুফআ বাতেল হয়ে যাবে। এবং উত্তরাধিকারীগণ পরে শুফআর দাবী করতে পারবে না। আর যদি শফি (শুফার দাবিকারী) ফায়সালার পর মারা যায়, তাহলে শুফআ বাতেল হবে না এবং ওয়ারিশগণ শুফআ দাবী করতে পারবে।
রদ্দুল মুহতার ৬-২৪১, আল হিদায়া ৩-৪০৬, ফাতাওয়ায়ে কাজীখান ৩-৪১৩
Leave Your Comments