প্রশ্ন:- সকলের নিকট স্বীকৃত বিষয় যে, পাগল শরীয়াতের “মুকাল্লাফ” তথা বিধান মানতে বাধ্য না, তাহলে পাগল যদি তার স্ত্রীকে হত্যা করে তাহলে তার উপর কিসাস ওয়াজিব হবে কিনা?

উত্তর:- শরয়ী আইন কারো উপর বর্তানো ও কার্যকর করার জন্য একটি মৌলিক শর্ত হলো তার জ্ঞান ঠিক থাকা অর্থাৎ পাগল না হওয়া। কেননা স্থায়ী পাগল নাবলেগের হুকুমে। নাবালেগের উপর যেমন কোন হুকুম কার্যকর হয় না অনুরুপ স্থায়ী পাগলের উপর কোন হুকুম কার্যকর  হবে না।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে যদি সে স্থায়ী  পাগল হয়, তাহলে তার স্ত্রীকে হত্যা করার দ্বারা  তার উপর কিসাস আসবে না।

-আদদুররুল মুখতার-৬/৫৩২, আল হিদায়া-৪/৫৬৮, ফাতাওয়া কাযিখান-৩/৩২১.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *