উত্তর:- হাদীসের ভাষ্যানুযায়ী এক জাতীয় বস্তু ওজন করে কম-বেশি করে বিক্রি করা সুদের অন্তুর্ভুক্ত বিধায় হারাম।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যেহেতু ধান চাই তা নিম্নমান বা ভালমান একই জাতীয় এবং উভয়টা ওজন করে বিক্রি করা হয়। এজন্য একটিতে অন্যটির সাথে কমবেশি করে পরিবর্তন করা সুদের অন্তুর্ভুক্ত হওয়ার কারণে হারাম হবে।
-মিশকাতুল মাসাবিহ-১/২৪৪, আল হিদায়া-৩/৭৮, রদদুল মুহতার-৫/১৭২.
Leave Your Comments