প্রশ্ন-সারাবছরে মোট কতদিন রোজা রাখা নিষেধ? দিনগুলো কি কি ? বিস্তারিত জানতে চাই?

উত্তর- বছরে মোট ৮দিন রোজা রাখা নিষেধ। ১.রোজার ঈদের দিন ২.কোরবানীর ঈদের দিন ৩. জিলহজ্ব মাসের ১১ তারিখ ৪. জিলহজ্ব মাসের ১২ তারিখ ১৩. জিলহজ্ব মাসের ১৩ তারিখ

ফাতওয়ায়ে আলমগিরিয়া ১/২২১,বাদায়েয়ুস সানায়ে ২/৬১৯,

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Related

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *